আফগানিস্তানের আয়তন কত? Afghanistan ayoton

আসসালামু আলাইকুম, আফগানিস্তানের আয়তন কত? Afghanistan ayoton পোস্টে আপনাদের স্বাগতম। আপনি কি আফগানিস্তানের মোট আয়তন কত বর্গ কিলোমিটার জানতে এখানে এসেছেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক Afghanistan সর্ম্পকে বিস্তারিত তথ্য। 

আফগানিস্তানের আয়তন কত, আফগানিস্তানের মোট জনসংখ্যা কত এবং এই দেশটি কত কিলোমিটারে ছড়িয়ে আছে। আপনি এখানে আফগানিস্তান কি জনসংখ্যা বা ক্ষেত্রফাল সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পাবেন। সম্পূর্ণ বিশদে আপনাকে নির্ভূল ও সঠিক তথ্য দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা।

আফগানিস্তানের আয়তন ও জনসংখ্যা কত
আফগানিস্তানের আয়তন ও জনসংখ্যা কত

আফগানিস্তানের আয়তন হলো - ৬ লক্ষ ৫২ হাজার ৮৬৭ বর্গ কিলোমিটার বা ২ লক্ষ ৫২ হাজার ৭৩ বর্গ মাইল।  বিস্তারিত নিচে - 


আফগানিস্তানের আয়তন ও জনসংখ্যা কত

Afghanistan ayoton: আফগানিস্তানের আয়তন হলো ৬ লক্ষ ৫২ হাজার ৮৬৪ বর্গ কিলোমিটার বা ২,৫২,০৭২ বর্গমাইল।

Afghanistan jono sonkha: ২০১৬ সালের আদমশুমারি অনুযায়ী, আফগানিস্তানের মোট জনসংখ্যা ৩,৪৬,৫৬,০৩২।

যখন ভারতের আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কিমি, যা ভারতকে আফগানিস্তানের চেয়ে ৪০৪% বড় করে তোলে। আফগানিস্তান বিশ্বের ৪০ তম বৃহত্তম দেশ। এটি পূর্ব ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তর-পশ্চিমে তুর্কমেনিস্তান, উত্তরে উজবেকিস্তান, উত্তর-পূর্বে তাজিকিস্তান এবং উত্তর-পূর্ব ও পূর্বে ভারত ও চীনের সীমানা ভাগ করে।

আফগানিস্তান সর্ম্পকিত প্রশ্ন

প্রশ্ন ১ঃ আফগানিস্তানের আয়তন কত?

উত্তরঃ আফগানিস্তানের আয়তন হলো ৬,৫২,৮৬৪ বর্গ কিলোমিটার।

প্রশ্ন ২ঃ বর্তমানে আফগানিস্তানের মোট জনসংখ্যা কত?

উত্তরঃ আফগানিস্তানের মোট জনসংখ্যা ৩,৪৬,৫৬,০৩২।

প্রশ্ন ৩ঃ আফগানিস্তানের রাজধানী কি?

উত্তরঃ আফগানিস্তানের রাজধানী কাবুল।

প্রশ্ন ৪ঃ আফগানিস্তানের মুদ্রা কি?

উত্তরঃ এই দেশের মুদ্রা আফগানি (AFN)।

প্রশ্ন ৫ঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট কে?

উত্তরঃ এখানকার প্রেসিডেন্ট Ashraf Ghani।

আরও পড়ুন -
আমরা আশা করি, আফগানিস্তানের আয়তন কত? Afghanistan ayoton পোস্ট হতে আপনি ধারণটি পেয়েছেন আফগানিস্তানের আয়তন কত এবং জনসংখ্যা কত?
Previous Post Next Post