আরবি মাসের নাম । আরবি 12 মাসের নাম বাংলায়

আরবি বার মাসের নামঃ আসসালামু আলাইকুম, আরবি মাসের নাম । আরবি 12 মাসের নাম বাংলায় পোস্টে স্বাগতম। বছররের মাসগুলো যেকোন ভাষার অপরিহার্য শব্দভান্ডার। আরবি ভাষাতেও এটি ব্যতিক্রম নয়।
আরবি 12 মাসের নাম বাংলায়
আরবি 12 মাসের নাম বাংলায়

প্রতিটি বছর ১২ টি মাস দ্বারা গঠিত। তেমনি আরবী ক্যালেন্ডারেও বছর হয় ১২ টি মাসে। তবে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে মাসগুলো গণনা করা হয়ে থাকে। হযরত মুহাম্মাদ (সাঃ) মক্কার কাফেরদের ষড়যন্ত্রের কারণে হিজরত করেছিলেন ৬২২ সালের জুন মাসের শেষের দিকে, যা হিজরত নামে পরিচিত। এই হিজরতের সময় থেকে হিজরি সাল গণনা করা শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে ৬৩৯ খ্রিস্টাব্দ থেকে হিজরী সন চালু হয়।

আরবি বারো মাসের নাম (arbi maser nam) হলো মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলক্বদ, জিলহজ্জ।

আরবি বারো মাসের নাম বাংলায় উচ্চারণ সহ

আরবি বারো মাসের নামআরবি ১২ মাসের নাম বাংলায়আরবি ১২ মাসের নাম ইংরেজিতে
ٱلْمُحَرَّمমহরমMuḥarram
صَفَرসফরṢafar
رَبِيع ٱلْأَوَّلরবিউল আউয়ালRobiul Awal
رَبِيع ٱلْآخِرরবিউস সানিRabius Sani
جُمَادَىٰ ٱلْأُولَىٰজমাদিউল আউয়ালJamadiul Awal
جُمَادَىٰ ٱلْآخِرَةজমাদিউস সানিJamadius Sani
رَجَبরজবRajab
شَعْبَانশাবানShaban
رَمَضَانরমজানRamaḍan
شَوَّالশাওয়ালShawwāl
ذُو ٱلْقَعْدَةজিলক্বদJelkad
ذُو ٱلْحِجَّةজিলহজ্জJilhaj

আরবিতে ১২ মাসের নামঃ

  1. মহরম
  2. সফল
  3. রবিউল আউয়াল
  4. রবিউস সানি
  5. জমাদিউল আউয়াল
  6. জমাদিউস সানি
  7. রজব
  8. শাবান
  9. রমজান
  10. শওয়াল
  11. জিলক্বদ
  12. জিলহজ্জ
আরও পড়ুন - 
আমরা আশা করছি, আরবি মাসের নাম । আরবি 12 মাসের নাম বাংলায় (arbi maser nam) পোস্ট থেকে আরবি ১২ টি মাসের নাম কি জানতে পেরেছেন।
Previous Post Next Post